ঝিনাইদহে মাদক বিক্রেতা বলার জেরে ইউনুস মণ্ডল (৪৫) নামে এক রাজমিস্ত্রির হেলপারকে কুপিয়ে ও পিটিয়ে দুই পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে শহরের কালিকাপুর হাফেজিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। আহত ইউনুস মণ্ডল শহরের কালিকাপুর গ্রামের মৃত তোয়াজ মণ্ডলের ছেলে।
আহতের ছোট ভাই ফিরোজ মণ্ডল বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় দুইজনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন।
আহত ইউনুস মণ্ডল জানান, বুধবার সকালে এলাকায় মাদক বিক্রি নিয়ে কালিকাপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী সাফি মিয়ার ছেলে রবি মণ্ডলের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর জের ধরে বিকেলে বাড়ি থেকে নবগঙ্গা নদীতে গোসল করতে যাওয়ার পথে রবি ও তার ভাই আশরাফ হোসেন মিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে দুই পা ভেঙে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।