মাদক বিক্রির পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে যুবক খুন

0
মাদক বিক্রির পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে যুবক খুন

বরিশালের বাবুগঞ্জে মাদক কেনা-বেচার পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইয়াসিন সরদার (২৫)। তিনি উপজেলার রামপট্টি গ্রামের মানিক সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াসিন সরদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। একই গ্রামের লিমন (পিতা মো. রাসেল) তার কাছ থেকে দেড় হাজার টাকার মাদক বাকিতে নেন। কিন্তু টাকা পরিশোধ না করায় ইয়াসিন লিমনের মোবাইল ফোন নিয়ে নেন। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। গত মঙ্গলবার রাতে সুযোগ পেয়ে লিমন ধারালো অস্ত্র দিয়ে ইয়াসিনকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে পরে ঢাকা নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মিজান মুন্সী বলেন, “রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে চিৎকার শুনে বাইরে গিয়ে দেখি ইয়াসিন মাটিতে পড়ে আছে। সে নিজেই জানিয়েছিল লিমন তাকে কুপিয়েছে। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।”

ইয়াসিনের মরদেহের ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে।

বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে নিহত ইয়াসিন ও অভিযুক্ত লিমন দুজনেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরেই এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হবে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here