মাদক পাচার: দক্ষিণ কোরিয়ার নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন

0

মাদক পাচারের অভিযোগে দক্ষিণ কোরিয়ার এক নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। 

বিবৃতিতে চীনা মন্ত্রণালয়টি জানিয়েছে, গুয়াংঝৌ শহরের একটি আদালত আইনগতভাবেই এই রায় দিয়েছে এবং তা কার্যকর করা হয়েছে।

দক্ষিণ কোরিয়াও এই মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি নিশ্চিত করেছে। দক্ষিণ কোরিয়া জানিয়েছে, তারা চীন সরকারের কাছে মৃত্যুদণ্ড স্থগিত করার জন্য বারবার আহ্বান জানিয়েছিল, তবে চীন তা আমলে নেয়নি। 

 

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here