মাদকমুক্ত সমাজ গড়তে সবার সহযোগিতা চাই: বদিউজ্জামান সোহাগ

0

বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, আমার নির্বাচনি অঙ্গীকার মাদকমুক্ত সমাজ গড়া। সেই অঙ্গীকার বাস্তবায়ন করতে সবার সহযোগীতা চাই। খেলাধুলার বিকাশ ঘটাতে প্রতিটি উপজেলায় একটি করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম করার পরিকল্পনা রয়েছে সরকারের। সেটি দ্রুত বাস্তায়নের চেষ্টা করা হবে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার ব্যবস্থা করতে হবে। এজন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। 

সোমবার বিকেলে শরণখোলায় মাধ্যমিক পর্যায়ে ৫২তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি সোহাগ এসব কথা বলেন তিনি। 

বক্তব্য শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি নবনির্বাচিত সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ বিভিন্ন বিদ্যালয়ের চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here