অনুশীলনের সময় বলের আঘাতে মাথা ফেটে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার মুস্তাফিজুর রহমানের। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের সময় এই ঘটনা ঘটে। সকাল ১০টা থেকে কুমিল্লা অনুশীলন করছিল। সেখানেই বলের আঘাত পান দলের গুরুত্বপূর্ণ এই পেসার।
এবারের বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। তার শিকার ১১ উইকেট। ৩২ রান দিয়ে ৩ উইকেট ছিল এবারের বিপিএলে মুস্তাফিজের সেরা বোলিং।