মাত্র ২৫ বছরে ম্যাডিসনের অস্কার জয়

0

অস্কারের ৯৭তম আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আমেরিকান অভিনেত্রী মাইকি ম্যাডিসন। মাত্র ২৫ বছর বয়সে তিনি প্রথমবারের মতো এই সম্মান অর্জন করে সবাইকে চমকে দিয়েছেন। 

ম্যাডিসন এই পুরস্কারটি পেয়েছেন তার অভিনীত সিনেমা ‘আনোরা’র জন্য। শন বেকার পরিচালিত এই ছবিতে তিনি অনবদ্য অভিনয় করেন। সিনেমাটি যৌনকর্মীদের জীবন নিয়ে তৈরি, এবং ব্রুকলিনের এক তরুণী অ্যানির জীবন কাহিনীকে কেন্দ্র করে এটি নির্মিত হয়েছে।

এই ছবিটি গত বছর কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জিতেছিল, যা অনেককে অবাক করে দিয়েছিল। 

ম্যাডিসন প্রথম সাড়া জাগান ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ সিনেমায় দারুণ অভিনয়ের মাধ্যমে, যা তাকে পরিচালক শন বেকারের নজরে আনে। এরপরই ‘আনোরা’র জন্য তাকে সুযোগ দেওয়া হয়, এবং সেই সুযোগটি তাকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এনে দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here