মাত্র ১২ রানে অলআউট, তবু হলো না রেকর্ড

0

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ কতো? ১০ রান। সেই রেকর্ডটা আইল অব ম্যানের। আইরিশ সাগরে অবস্থিত স্বশাসিত অঞ্চলটি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে স্পেনের বিপক্ষে ৮.৪ ওভার ব্যাট করে ১০ রানে অলআউট হয়েছিল। মাত্র ২ রানের জন্য সেই রেকর্ড ভাঙতে পারেনি মঙ্গোলিয়া।

বুধবার (০৮ মে, ২০২৪) সানোতে জাপানের ছুড়ে দেওয়া ২১৭ রানের জবাবে তারা অলআউট হয়েছে মাত্র ১২ রানে। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। মঙ্গোলিয়া ১২ রানে অলআউট হয়ে তুরস্ককে ঠেলে দিয়েছে তৃতীয় স্থানে। ২০১৯ সালে তারা মাত্র ২১ রানে অলআউট হয়েছিল চেক প্রজাতন্ত্রের বিপক্ষে।

জবাব দিতে নেমে ৮.২ ওভারে মাত্র ১২ রানে অলআউট হয় মঙ্গোলিয়া। তাদের দলের কেউ দুই অঙ্কের কোটায় রান করতে পারেনি। সর্বোচ্চ ৪ রান করেন তুর সৌম্য। এছাড়া নামসানি বাট-ইয়ালাত ২, গান্দেমবেরেল গানবোল্ড ২ ও ইনখ-এরদেনে অটগোনবায়ার ১ রান করেন। শূন্যরানে আউট হন ছয়জন। তাতে ২০৫ রানের বিশাল ব্যবধানে হার মানে মঙ্গোলিয়া। যা টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবধানে পাওয়া চতুর্থ জয়।

বল হাতে জাপানের কাজুমা কাতো-স্টাফোর্ড ৩.২ ওভার বল করে মাত্র ৭ রান দিয়ে ৫টি উইকেট নেন। আব্দুল সামাদ ১ ওভারে ৪ রান দিয়ে ২টি উইকেট নেন। মাকোতো তানিইয়ামা ২ ওভার বল করে কোনো রান না দিয়ে ২টি উইকেট নেন। ম্যাচসেরা হন ফাইফার নেওয়া কাজুমা কাতো-স্টাফোর্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here