ফের ইউক্রেনের জেলেনস্কি সরকারকে নাৎসিদের সঙ্গে তুলনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ‘নাৎসি বাহিনীর বিরুদ্ধে রাশিয়ার বিজয় দিবস’ এর বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। পুতিন বলেন, ইউক্রেন পশ্চিমা দেশগুলোর কাছে জিম্মি হয়ে আছে।
মঙ্গলবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোর রেড স্কয়ারে বিজয় দিবসের কুচকাওয়াজে বলেন, ‘বিশ্ব একটি টার্নিং পয়েন্টে অবস্থান করছে।’ তিনি দাবি করেন, রাশিয়ার বিরুদ্ধে ‘যুদ্ধ’ শুরু করা হয়েছে।
মস্কোর রেড স্কয়ারে রুশ সেনাদের উদ্দেশ্যে পুতিন বলেন, ‘যেসব লড়াই আমাদের মাতৃভূমির ভাগ্য নির্ধারণ করেছে তা সর্বদাই জাতীয় এবং পুণ্য হিসেবে বিবেচিত হয়েছে। তিনি বলেন, ‘কম্ব্যাট মিশনের থেকে গুরুত্বপূর্ণ কিছু নেই। প্রত্যেক রুশ নাগরিক তোমাদের (সেনাদের) জন্য প্রার্থনা করছে।’
পুতিন আরও বলেন, মাতৃভূমির প্রতি আমাদের ভালোবাসার চেয়ে বিশ্বে শক্তিশালী আর কিছু নেই। তিনি বলেন, ইউক্রেনে যুদ্ধে অংশ নেওয়া সেনাদের নিয়ে তিনি গর্বিত। রাষ্ট্র হিসেবে রাশিয়ার ভবিষ্যত এসব সেনাদের ওপর নির্ভর করছে। সেনাদের সমর্থনে রাশিয়ার সবাই ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।