সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুল আয়োজন করে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান। ২৫ শে ফেব্রুয়ারি (রবিবার) স্কুল প্রাঙ্গণে ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক এবং কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত থেকে ভাষা সংগ্রামীদের স্মরণ করেন।
সদ্যপ্রয়াত ভাষা সংগ্রামী, বাংলাদেশের জাতীয় ক্রীড়া পরিষদের প্রথম সচিব, বরেণ্য সমাজকর্মী কাজী আনিসুর রহমান এর স্মৃতিতে বাংলা স্কুলের এবারের একুশের আয়োজন উৎসর্গ করা হয়।
স্কুলের সহ সভাপতি ফায়সাল খালিদ শুভ এর সভাপতিত্বে একুশের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক একটি আলোচনা পর্ব হয়। এই পর্ব শেষে বাংলা স্কুলের ছাত্রছাত্রীরা একটি অনবদ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
মহান ভাষা আন্দোলনকে উপজীব্য করে স্কুলের ছাত্র ছাত্রীদের অভিনীত পূর্বে ধারণকৃত দুটি চমৎকার ক্ষুদ্র নাটিকা প্রদর্শন করা হয় যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বাংলা স্কুল সভাপতি মশিউল আজম খান স্বপন।