নির্বাচন কমিশনে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য জেলা, উপজেলা ও মেট্রোপলিটন থানা সমুহে দলের কার্যকর দপ্তর এবং তৎপরতা যাচাই-বাছাই কার্যক্রমে মাঠ পর্যায়ের কতিপয় নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে হয়রানিমূলক কার্যক্রমের অভিযোগ তুলে তা অবিলম্বে বন্ধের দাবিতে স্মারকলিপি দিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
বুধবার বিকেলে প্রধান নিবাচন কমিশনারের (সিইসি) কাছে স্মারকলিপি জমা দেয়া হয়।
কমিশন সচিব জাহাংগীর আলম সিইসি’র পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন এবং এবি পার্টি নেতৃবৃন্দের বিভিন্ন অভিযোগ মনোযোগ সহকারে শোনেন।
স্মারকলিপিতে এবি পার্টির নেতৃবৃন্দ বলেন, কতিপয় জেলা, উপজেলা ও থানা কর্মকর্তা যাচাই বাছাইকালে নির্বাচন কমিশনের গাইড লাইনের বাইরে গিয়ে অপ্রাসঙ্গিক, অপেশাদার, অনৈতিক, রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, হয়রানি ও প্রতিহিংসামূলক আচরণ করেছেন যা খুবই অনভিপ্রেত।
এবি পার্টি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, সিনিয়র সহকারী সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, এবি যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, যুব পার্টির সদস্য সচিব শাহাদাত উল্লাহ টুটুল প্রমুখ।