মাঠে ফিরতে ‘অন্যরকম’ লড়াই তামিমের

0

দুয়ারে কড়া নাড়ছে এশিয়া কাপের এবারের আসর। এর মাঝেই তামিম ইকবালের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণায় গত কয়েকদিন ধরে দেশের ক্রিকেটে ঝড় বয়ে যাচ্ছে। 

মূলত গেল বছরের নভেম্বর থেকে চোটে ভুগছিলেন তামিম। তবে সেই চোট সম্পর্কে বিস্তারিত জানা যায় গেল মাসে টাইগার এই ওপেনার দুবাই যাওয়ার পর। জানা যায়, কোমরের ডিস্কে চোট ধরা পড়েছে তামিমের। এরপর লন্ডনে প্রাথমিক চিকিৎসা শেষে আবারও দেশে ফিরে আসেন তামিম। 

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গেল কয়েকদিন ধরেই মাঠে ফেরার লড়াইয়ে ব্যস্ত তামিম। মূলত ফিটনেস ঠিক রাখতেই কঠোরভাবে অনুশীলন শুরু করেছেন টাইগার এই ওপেনার। গতকাল বৃহস্পতিবার মিরপুরে তামিমকে দেখা গেছে ভিন্ন এক কৌশলে ট্রেনিং করতে। ফিজিও বাইজিদ ইসলামকে সঙ্গে নিয়ে একাডেমি মাঠে এদিন কোমরে দড়ি বেঁধে পেছনে ভারী এক বস্তু নিয়ে ট্রেনিং করেন তামিম।

জানা গেছে, নিজের ওজন কমাতেও ডায়েট ব্যবস্থা রেখেছেন তামিম। নিয়মিত সেই অনুযায়ীই করছেন খাওয়া-দাওয়া।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here