মাঝ-আকাশে হঠাৎ জ্ঞান হারালেন মার্কিন নারী, অতঃপর…

0
মাঝ-আকাশে হঠাৎ জ্ঞান হারালেন মার্কিন নারী, অতঃপর…

ভারতের গোয়া থেকে দিল্লি যাচ্ছিল ইন্ডিগোর একটি বিমান। মাঝ-আকাশে বিমানের ভেতর অসুস্থ হয়ে পড়েন এক নারী যাত্রী। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। এ সময় ‘মসিহা’ হয়ে দেখা দেন সহযাত্রী বেঙ্গালুরুর এক চিকিৎসক। তিনি কংগ্রেসের বিধায়ক ছিলেন। তার চিকিৎসায় প্রাণ বাঁচে ওই নারীর। তড়িঘড়ি অবতরণ করে বিমান।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে গোয়া থেকে ওড়ার ১০ মিনিটে মাথায় বিমানে অসুস্থ হয়ে পড়েন জেনি নামের ওই যাত্রী। ৩৪ বছরের ওই নারী ক্যালিফর্নিয়ার বাসিন্দা। গোয়ায় ঘুরে দিল্লিতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। ঘড়িতে তখন দুপুর ১টা ১৫ মিনিট। কাঁপতে থাকেন জেনি। পাশে ছিল তার বোন। জানতে পেরে জেনির আসনের কাছে চলে আসেন চিকিৎসক নিম্বালকর। কর্নাটকের বেলগাভি জেলার খানাপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি।

নিম্বালকর এসে দেখেন জেনি অচেতন হয়ে পড়ে আছেন। তার শরীর ফ্যাকাশে হয়ে গেছে। এরপরেই প্রাথমিক চিকিৎসা শুরু করেন ওই চিকিৎসক। জেনির বোনের থেকে জানতে পারেন, আগের দিন পেটে ইনফেকশন হয়েছিল তার। তখন কিছুটা সুস্থ বোধ করলেও আধা ঘণ্টা পরে আবার অসুস্থ হয়ে পড়েন জেনি। সে সময় তার কাছেই বসে ছিলেন নিম্বালকর। শেষে দিল্লি বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করে বিমান। গুরুত্ব বুঝে সেটির দ্রুত অবতরণের ব্যবস্থা করা হয়। বিমান অবতরণের পরে নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here