মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, এয়ার ইন্ডিয়ার জরুরি অবতরণ!

0
মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, এয়ার ইন্ডিয়ার জরুরি অবতরণ!

আবারও মাঝ-আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি। সে কারণেই দিল্লিগামী ওই বিমানটিকে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে সতর্কতামূলক অবতরণ করানো হয়। সেখানেই পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

সোমবার সান ফ্রান্সিসকোর থেকে কলকাতা হয়ে দিল্লি যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার এআই১৭৪ বিমানটির। মাঝ-আকাশে যান্ত্রিক ত্রুটি লক্ষ করেন বিমানকর্মীরা। সঙ্গে সঙ্গে বিষয়টি জানান পাইলটকে। তিনি ঝুঁকি না-নিয়ে বিমানটিকে উলানবাটোরের বিমানবন্দরে অবতরণ করানোর সিদ্ধান্ত নেন। 

এয়ার ইন্ডিয়া বিবৃতিতে জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। যত দ্রুত সম্ভব ত্রুটি মেরামত করে, তা আবার গন্তব্যে রওনা করানো হবে। যাত্রী এবং কেবিন ক্রুদের নিরাপত্তা তাদের কাছে সবার আগে গুরুত্ব পায়।

আগেও বার বার নানা কারণে প্রশ্নের মুখে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা। কখনও যান্ত্রিক ত্রুটি, কখনও আবার আচমকা বিমানের জরুরি টার্বাইন খুলে যাওয়ার মতো ঘটনাও প্রকাশ্যে এসেছে, যা নিয়ে ডিজিসিএ-র প্রশ্নের মুখেও পড়েছে এয়ার ইন্ডিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here