মাঝ আকাশে জ্বালানি লিক, ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ

0
মাঝ আকাশে জ্বালানি লিক, ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ

বুধবার ভারতের কলকাতা থেকে শ্রীনগরের উদ্দেশে উড্ডয়ন করেছিল ইন্ডিগোর একটি বিমান। মাঝপথে বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করল বিমানটি। 

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানটির জ্বালানি লিক করেছে।

বারাণসী বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, বিমানটিতে ১৬৬ জন যাত্রী এবং কর্মী ছিলেন। নিরাপদেই তাদের বিমান থেকে নামানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। বিমানবন্দরের কাজকর্মও স্বাভাবিকভাবেই চলছে।

বিমানবন্দরের ডিরেক্টর পুনিত গুপ্ত একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘‘৬৯৬১ নম্বর ইন্ডিগো বিমানের পাইলট কলকাতা থেকে উড্ডয়ন করে শ্রীনগর যাওয়ার পথে জ্বালানি লিক হচ্ছে বলে দেখতে পান। তারপরই তিনি বারাণসীর এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। জরুরি অবতরণ করানোর জন্য অনুরোধ করেন। ছাড়পত্র পেয়ে বিকাল ৪টা ১০ মিনিটে বিমানটি অবতরণ করে বারাণসীতে। প্রযুক্তিবিদেরা বিমানের সব খতিয়ে দেখেন। সে সময় বিমানবন্দরে অপেক্ষা করেন যাত্রীরা।”

গত ১২ জুন আহমেদাবাদের লোকালয়ে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমান। আহমেদাবাদ থেকে উড্ডয়নের পরই ভেঙে পড়ে বিমানটি। এতে প্রাণ হারিয়েছিলেন ২৬০ জন। তাদের মধ্যে বিমানের আরোহী ছিলেন ২৪১ জন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, দ্য স্টেটসম্যান, হিন্দুস্তান টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here