ইন্দোনেশিয়ার একটি উড়োজাহাজের দুই পাইলট মাঝ আকাশে ঘুমিয়ে পড়ার পর বাটিক এয়ারের বিরুদ্ধে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় বিমান সংস্থা। সুলাওয়েসি থেকে রাজধানী জাকার্তায় যাওয়ার পথে প্রায় ২৮ মিনিট ঘুমিয়ে পড়েন দুই পাইলট।
খবর অনুসারে, এয়ারবাস এ-৩২০ উড়োজাহাজটি কিছুক্ষণের জন্য পথ থেকে সরে গেলেও নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।
পরিবহণ মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, ২৮ বছর বয়সী ওই কো-পাইলট রাজি হন। কিন্তু অসাবধানতাবশত কো-পাইলটও ঘুমিয়ে পড়েন।
প্রতিবেদনে বলা হয়েছে, তার (কো পাইলটে) স্ত্রী ওই সময় সবেমাত্র এক মাস বয়সী যমজ সন্তানের জন্ম দেয় এবং তিনি সন্তানের যত্নে সহায়তা করছিলেন। এজন্য হয়তো তিনি ক্লান্ত ছিলেন।