মাঝ আকাশে এয়ার বেলুনে আগুন, আতঙ্কে ঝাঁপ দিয়ে নিহত ২

0

ঘটনাটি মেক্সিকোর। সেখানে মাঝ আকাশে ‘হট এয়ার’ বেলুনের গন্ডোলায় আগুন লেগে যাওয়ায় আতঙ্কে ঝাঁপ দিয়ে মৃত্যু হয়েছে দুই পর্যটকের। এ ঘটনায় ঝলসে গেছে আরও এক শিশু। এর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। স্থানীয় প্রশাসন সূত্র অনুসারে, শনিবার সকালে মেক্সিকো শহর থেকে ৭০ কিলোমিটার দূরে টিয়োটিহুয়াকানে এই দুর্ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বেলুনে অগ্নিকাণ্ডের ছবি। 

মেক্সিকো প্রশাসন সূত্রে খবর, নিহতদের মধ্যে রয়েছেন ৩৯ বছরের এক নারী। মৃত অপর পুরুষ পর্যটকের বয়স ৫০ বছর। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি। টিয়োটিহুয়াকান জনপ্রিয় পুরাতত্ত্ব স্থল। প্রতি বছর প্রচুর পর্যটক এই পুরাতত্ত্ব স্থলে পিরামিড দেখতে আসেন। শনিবারও প্রচুর পর্যটকের ভিড় ছিল সেখানে। আকাশে ভেসে গোটা পুরাতত্ত্বস্থলটিকে ঘুরে দেখানোর জন্য এখানে ‘হট এয়ার’ বেলুনের ব্যবস্থাও রয়েছে।

গন্ডোলায় কত জন ছিলেন তা স্পষ্ট করতে পারেনি স্থানীয় প্রশাসন। তবে দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তারা। মৃতদের মধ্যে রয়েছেন ৩৯ বছরের এক নারী এবং বছর পঞ্চাশের এক পুরুষ পর্যটক। তাদের নাম এবং পরিচয় জানায়নি প্রশাসন। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এই ধরনের বিনোদনের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি ঠিক মতো মানা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সূত্র : মার্কা ও এই সময়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here