মাঝ আকাশে প্লেনে থাকা অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়া এক যাত্রীকে বাঁচিয়েছেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো। সোমবার ঘটেছে এ ঘটনা। রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, রাশিয়ার মস্কো থেকে ভিয়েতনামের হ্যানয়ে যাচ্ছিলেন রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো। তার চিকিৎসক প্রতিনিধিদল ও কেবিন ক্রুদের সঙ্গে মিলে তিনি ওই ফ্লাইটে একজন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেন, যিনি উচ্চ রক্তচাপের সংকটে ভুগছিলেন।
ভিয়েতনাম এয়ারলাইনসের এক প্রতিনিধি জানান, ফ্লাইট ভিএন৬২-এ উড্ডয়নের প্রায় দুই ঘণ্টা পর ৫৫ বছর বয়সী ওই যাত্রী মাথা ঘোরা ও ক্লান্তি অনুভব করেন। কেবিন ক্রু জরুরি প্রটোকল অনুসরণ করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং যাত্রীদের মধ্যে কোনো চিকিৎসক উপস্থিত থাকলে সাহায্যের জন্য অনুরোধ জানান।
ভিয়েতনামে সরকারি সফরে থাকা রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদলের চারজন চিকিৎসক এই আহ্বানে সাড়া দেন। তারা কেবিন ক্রুদের সঙ্গে কাজ করে যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করেন।
মুরাশকো নিজেও ব্যক্তিগতভাবে ওই যাত্রীকে পরীক্ষা করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, যাত্রী উচ্চ রক্তচাপের সংকটে ভুগছিলেন।
রক্তচাপের হঠাৎ ও মারাত্মক বৃদ্ধির চিকিৎসা না হলে হলে অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি বা মৃত্যুও ঘটাতে পারে। আরটিতে প্রচারিত একটি ভিডিওতে শুয়ে থাকা ওই যাত্রীর মুরাশকো ও কয়েকজন ফ্লাইট অ্যাটেনড্যান্টকে দেখা যায়।
মেডিক্যাল টিম ও কেবিন ক্রুরা পুরো যাত্রাপথে যাত্রীর অবস্থার ওপর নজর রাখেন। পরে যাত্রীকে পর্যবেক্ষণের জন্য প্রিমিয়াম ইকোনমি ক্যাবিনে সরানো হয়।
হ্যানয়ের নোই বাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় তার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল ছিল।
৫৮ বছর বয়সী মুরাশকো ২০২০ সালের জানুয়ারি থেকে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্বে আছেন। তিনি আগে রাশিয়ার স্বাস্থ্য নজরদারি সংস্থার প্রধান হিসেবেও কাজ করেছেন। ভিয়েতনামে অবস্থিত রুশ দূতাবাসের তথ্য অনুসারে, মুরাশকো ১২ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে ভিয়েতনামে ছিলেন। তার দলে আরো ছিলেন জাতীয় চিকিৎসা গবেষণা কেন্দ্রের প্রধান, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সংস্থার প্রতিনিধি এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সূত্র: ভিএন এক্সপ্রেস ইন্টারন্যাশনাল।