এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ নয়াদিল্লি থেকে এবং নেপাল এয়ারলাইনসের একটি উড়োজাহাজ কুয়ালালামপুর থেকে কাঠমাণ্ডুতে যাচ্ছির। কাঠমান্ডুর আকাশসীমায় অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পায় উড়োজাহাজ দুটো।
গত শুক্রবার সকালে এই ঘটনার পর একটি তদন্ত কমিটি গঠন করে নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএএন)। দায়িত্বে অবহেলার অভিযোগে সিএএএন কাঠমান্ডু বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের দুই কর্মীকে বরখাস্ত করা হয়েছে,। তারা ঘটনার সময় এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমে ছিলেন।
নিরৌলা জানান, দুটি উড়োজাহাজ মুখোমুখি হতে পারে, হঠাৎ রাডারে এটা দেখেই নেপাল এয়ারলাইনসের উড়োজাহাজটি ৭ হাজার ফুট উচ্চতায় নেমে আসে। এতে করে অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ থেকে বেঁচে যায় উড়োজাহাজ দুটি। এ ঘটনার পরপরই নেপালের কর্তৃপক্ষ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করে।
তবে এ ঘটনায় এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কারও বক্তব্য পাওয়া যায়নি।