মাছের খাদ্যে বিষাক্ত উপকরণ ব্যবহার বন্ধের দাবিতে ভালুকায় মানববন্ধন

0
মাছের খাদ্যে বিষাক্ত উপকরণ ব্যবহার বন্ধের দাবিতে ভালুকায় মানববন্ধন

মাছের খাদ্য হিসেবে পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর মরা মুরগির নাড়িভুঁড়ি ও মুরগির লিটার ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ভালুকা উপজেলা পরিষদ সামনে ভালুকা গফরগাঁও সড়কে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য দেন ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান রাসেল, মওদুদ হাসান আপেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বাবু প্রমুখ।

বক্তারা বলেন, অনেক ফিশারিতে মরা মুরগির নাড়িভুঁড়ি ও লিটার ব্যবহার করা হচ্ছে। এতে শুধু মাছ নয়, পরিবেশও মারাত্মকভাবে দূষিত হচ্ছে। মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হচ্ছে। দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নিয়ে এ অনৈতিক কার্যক্রম বন্ধ করার দাবি জানান তারা।

আগামী পনেরো দিনের মধ্যে লিটার বন্ধ না হলে উপজেলা পরিষদ ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে মানববন্ধন শেষ করেন। মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ মানুষ অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here