নির্বাচনের ১০ দিন আাগে প্রার্থিতা ফিরে পেলেন মশিউর রহমান। তিনি মাগুরা-২ আসনে (মহম্মদপুর-শালিখা) স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী।
মশিউর রহমানকে সংসদ নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্দেশনা অনুযায়ী শুক্রবার বিকালে মাগুরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু নাসের বেগ মশিউর রহমানকে প্রার্থিতা ফেরত দেন। একই সাথে তার মনোনয়নপত্র বাতিলে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত আট সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।
প্রার্থিতা ফিরে পাওয়া প্রসঙ্গে মশিউর রহমান বলেন, হাইকোর্ট তাকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দিতে এবং তাকে প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছেন।