‘শ্রমিক মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’ প্রতিপাদ্যে মাগুরায় মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা জাতীয় শ্রমিক লীগের নেতৃত্বে শহরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের নিজ নিজ ব্যানারে র্যালিতে অংশ নেয়।
র্যালি শেষে শহরের আছাদুজ্জামান মিলনায়তনে জাতীয় শ্রমিকলীগ আয়োজিত আলোচনা সভার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ফাত্তাহ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আছাদুজ্জামান কিশোর প্রমুখ।