মাগুরা সদরে ভূমি অফিস ও রেজিস্ট্রি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে এ বিষয়ে জানানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, ৬ ডিসেম্বর রাতে সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিসে অগ্নিসংযোগে সরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ নথিপত্রের ক্ষয়ক্ষতি হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও সিসিটিভি ফুটেজে আসামি শনাক্ত করা হয়। ১৯ ডিসেম্বর রাতে মাগুরা সদর থানা ও সাইবার ক্রাইম তদন্ত সেলের উদ্যোগে শহরের নিজনান্দুয়ালী এলাকা থেকে রবিন, রায়হান ও হাসিবুলকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করা হলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে। মদদদাতাদের শনাক্ত করা হয়েছে। খুব শিঘ্রই তাদেরকেও আটক করা হবে।

