মাগুরায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোকসভা

0
মাগুরায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোকসভা

মাগুরায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদ মাঠে মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এর আয়োজন করা হয়।

শোকসভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দেশের মানুষের জন্য তার অবদানের কথা স্মরণ করেন। 

তারা বলেন, দেশ ও গণতন্ত্রের জন্য তার ত্যাগ ও সংগ্রাম বিএনপি নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। 

বক্তারা তার আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাগুরা মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক খান ইমাম সুজা ও আলমগীর হোসেন। এছাড়া, জেলা বিএনপির সদস্য কুতুব উদ্দিন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here