গত এক সপ্তাহ যাবত মাগুরাতে সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ৩৯ থেকে ৪২ ডিগ্রি পর্যন্ত। এই তীব্র গরমে মানুষসহ প্রতিটি জীবজন্তু ছটফট করছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধ মানুষ বেশি কষ্ট পাচ্ছে। গরমের তীব্রতাকে কমানোর পাশাপাশি বৃষ্টির মাধ্যমে সার্বিক আবহাওয়াকে স্বাভাবিক করতে বিভিন্ন স্থানে আল্লাহর দরবারে বিশেষ নামাজ ও দোয়ার আয়োজন করছেন। আজ বৃহস্পতিবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া সিদ্দিকিয়া আহম্মদীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা ময়দানে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রায় দুই শতাধিক মুসল্লি নামাজ আদায় করেন।
ইসতিসকার নামাজের ইমামতি করেন খামারপাড়া বাজার জামে মসজিদের ইমাম কাজী আবুল হাসান। দোয়া পরিচালনা করেন শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আব্দুল কাদের সিদ্দিকী।