দেশে চাহিদা অনুসারে সরু ও চিকন (প্রিমিয়াম কোয়ালিটি) চালের ঘাটতি পূরণ ও বিদেশে রপ্তানির উদ্দেশ্যে উদ্ভিদ প্রজনন বিভাগ বিনা গবেষণার মাধ্যমে বিনা ধান-২৫ উদ্ভাবন করে। বিনা ধান-২৫ বিদেশে রপ্তানিযোগ্য যা বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখবে পাশাপাশি আমদানি নির্ভরতা কমাবে। এ লক্ষ্য নিয়ে এ জাতের ধান এবার বোরো মৌসুমে প্রথম আবাদ হয়েছে।
এ জাতের সম্প্রসারণ ও জনপ্রিয় করার লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় ও বিনা কর্মকর্তাবৃন্দ আজ মঙ্গলাবর দুপুরে মাগুরা সদরের মঘি ও মহম্মদপুর উপজেলার ভাতুয়াডাঙ্গা গ্রামে ইজহার মৃধা ও হাকিম মৃধার ৮০ শতক জমিতে চাষ হওয়া এ জাতের ধানের নমুনা শস্য কর্তন অনষ্ঠানে কৃষকদের সাথে মতবিনিময় করেন।