মাগুরা জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির কার্যনির্বাহী পরিষদের নতুন সদস্যদের পরিচিত ও বিদায়ীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার মাগুরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুদকের পক্ষ থেকে শিক্ষাবৃত্তি ও উপকরণ দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নতুন সভাপতি ডাক্তার সুশান্ত কুমার বিশ্বাস। বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন ঝিনাইদহের উপ-পরিচালক মো. শফিউল্লাহ, জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, জেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির, দুর্নীতি দমন কমিশন ঝিনাইদহের সহকারী পরিচালক মো. আছাদুজ্জামান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় জামান বিপু, বিশ্বজিৎ চক্রবর্তী, কল্যাণী রাণী বিশ্বাস, আব্দুল হালিম ও লায়লা কানিজ বানু।