মাগুরায় জাতীয় প্রাণিসপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তরে আলোচনা সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে বুধবার সকাল দশটায় অনুষ্ঠানের উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মো: আব্দুল্লাহ আল মাহমুদ।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিহির কান্তি বিশ্বাসের সভাপতিত্বে উন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা কর্মকর্তা হাসিবুল হাসান। এ সময় বেসরকারি উন্নয়ন সংস্থা এডিআইসহ প্রায় ৩০টি প্রতিষ্ঠান প্রাণীসম্পদ ও এ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সপ্তাহব্যাপী প্রদর্শনীতে অংশ নেয়।

