মাগুরায় মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন কেজি গাঁজাসহ আওয়াল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার মীরপাড়া বালুমাঠ থেকে তাকে আটক করা হয়। আটক আওয়াল গোবিন্দপুর গোড়ানাছ গ্রামের মৃত জমির লস্করের ছেলে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেহেদি রাসেল বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে শহরের মীরপাড়া বালুমাঠ এলাকায় অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।