মাগুরায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

0

মাগুরায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পবিত্র ঈদু ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টায় নোমানী ময়দান মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জেলা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওয়ালানা হাবিবুর রহমান ধর্মপ্রাণ মুসল্লিদের ঈদের নামাজ পড়ান। 
এ সময় জেলা প্রশাসক মোহম্মদ অহিদুল ইসলাম, পৌর প্রশাসক ও মাগুরার অতিরিক্ত জেলা জেলা প্রশাসক আব্দুল কাদিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। 

নামাজ শেষে বিশ্ব শান্তি কামনায় দোয়া ও মােনাজাত করা হয়। এছাড়া হাজি আব্দুল হামিদ মাদ্রাসার মাঠ, শহরের পিটিআই, পারনান্দুয়ালী, নিজনান্দুয়ালী, মোল্লা পাড়া, পৌর কবরস্থান মাঠ, স্টেডিয়াম পাড়াসহ বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here