মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মিয়া মাহফুজুর রহমান তুষারকে (৬৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আহতদের পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে আওয়ামী লীগ নেতা তুষার গ্রামের বাড়ি দায়েরপোল থেকে বের হয়ে ভ্যানে খামারপাড়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ৮-১০ জন ধারালো দা এবং লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালিয়ে আহত করে। এ সময় গ্রামবাসী ও তার পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় তুষারকে রাতে ঢাকায় পাঠানো হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইদ্রিস আলী বলেন, হামলার খবর পেয়েছি। তবে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হামলার ঘটনায় কারা জড়িত সেটি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল