মাগুরায় আওয়ামী লীগের জেলা কমিটির সহসভাপতি গ্রেফতার

0
মাগুরায় আওয়ামী লীগের জেলা কমিটির সহসভাপতি গ্রেফতার

মাগুরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের জেলা কমিটির সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল হক (৮৬)–কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় শহরের পারনান্দুয়ালী এলাকার মুন্সীপাড়া মসজিদ থেকে মাগরিবের নামাজ শেষে বের হওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতার অভিযোগে করা একটি তদন্তাধীন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা রয়েছে কি না, সে বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে। তাকে রাতেই আদালতে পাঠানো হবে।

তবে মুন্সী রেজাউল হকের মেয়ে আইনজীবী ফারজানা ইয়াসমিন মালতি অভিযোগ করে বলেন, তার বাবার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট মামলা নেই। বয়সজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। গত ৫ আগস্টের পর থেকে তিনি বাড়িতেই ছিলেন, কোথাও আত্মগোপন করেননি।

ফারজানা ইয়াসমিন মালতি বলেন, বিজয়ের মাসে একজন বয়োবৃদ্ধ মুক্তিযোদ্ধাকে এভাবে গ্রেফতার করা অত্যন্ত দুঃখজনক ও অন্যায়। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here