নেত্রকোনার মদনে মাকে মারপিট করছিল সাগর (২৪) নামে এক যুবক। তা দেখে প্রতিবেশী ফুলেচা বানু (৬০) নামের এক বৃদ্ধা মারপিট করতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে ওই যুবক। মঙ্গলবার বিকালে উপজেলার কুলিয়াটি দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা সাগরকে আটকে রেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে। সাগর উপজেলার কুলিয়াটি দক্ষিণপাড়া ললিতা আক্তারের ছেলে। আহত ফুলেচা বানু একই গ্রামের মৃত আজম আলীর স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাগর কুলিয়াটি দক্ষিণপাড়া খালার বাড়িতে দীর্ঘদিন ধরে তার মাকে নিয়ে থাকেন।
ঢাকা থেকে বিয়ে করে স্ত্রী নিয়ে খালার বাড়িতে আসলেও সাগর মাদকাসক্ত হওয়ায় স্ত্রী ছেড়ে চলে যায়। এরপর থেকে সে আরো বেপরোয়া হয়ে পড়ে। নেশার টাকা যোগাতে না পেরে প্রায়ই তার মাকে মারপিট করত। গত ১৫/২০ দিন আগেও তার মার কাছে টাকা চাইলে দিতে অপারগতা প্রকাশ করায় সাগর তার মাকে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা করেছিল বলে অভিযোগ আছে। ওইদিন তার পরিবারের লোকজন টের পেয়ে সাগরের হাত থেকে তার মাকে উদ্ধার করে। কিন্তু মঙ্গলবার বিকেলে পুনরায় মাকে মারপিট করতে থাকে সাগর। পরে প্রতিবেশী ফুলেচা বানু দেখে মারপিট করতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে সাগর ফুলেচা বানুকে মাথায় আঘাত করে গুরুতর জখম করে।
পরে বৃদ্ধার স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আশঙ্কাজনক অবস্থায় বৃদ্ধাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
মদন থানার ওসি মুহাম্মাদ তাওহীদুর রহমান জানান, ফুলেচা বানুকে সাগর গুরুতর জখম করেছে। সাগরকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।