মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় দুই পথচারীর মৃত্যু

0
মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় দুই পথচারীর মৃত্যু

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি ও উমপাড়া এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় স্বল্প ব্যবধানে ঘটে দুটি দুর্ঘটনা। রাত সাড়ে ৭টার দিকে উমপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী মারা যান। এর প্রায় এক ঘণ্টা পর, রাত পৌনে ৮টার দিকে দোগাছি এলাকায় অ্যাম্বুলেন্সচাপায় মৃত্যু হয় অপর এক পথচারীর।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশে হস্তান্তর করেছে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত অ্যাম্বুলেন্সটি চালকসহ আটক করে হাসাড়া হাইওয়ে ফাঁড়িতে নেওয়া হয়েছে। মোটরসাইকেলটিও জব্দ করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here