নোয়াখালীর মাইজদীতে পূর্ব কোনো নোটিশ ছাড়া কর্মচারীদের ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে দোকান কর্মচারী ও ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারীরা। সোমবার দুপুরে জেলা শহরের প্রধান সড়কের মাইজদী বিশাল সেন্টারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে তারা প্রতিবাদ জানিয়ে অভিযোগ করে বলেন, গত ১২/১৩ বছর থেকে আমরা মাইজদী বিশাল সেন্টারে চাকরি করে আসছি। সুমন, সোহেল, বাহার, কিরণ, তানজীর, শাহাদাত, নিশাতসহ ১০ জন কর্মচারীকে পূর্ব কোনো নোটিশ বা না জানিয়ে হঠাৎ চাকরি থেকে অব্যাহতি দেয় এবং গত ৩১ আগস্ট রাতে বলে আগামীকাল থেকে তোমাদের চাকরি নেই, দোকানে আসার দরকার নেই। দোকান মালিক সাহাবউদ্দিন খোকনের হঠাৎ এমন সিদ্ধান্তে কর্মচারীরা বিপাকে পড়েন। এর প্রতিবাদে তারা মানববন্ধন করেন।
বিশাল সেন্টারের মালিক সাহাবউদ্দিন খোকন জানান, এদের সাথে আমাদের কোনো চুক্তি নেই। তবুও তাদের এক মাসের বেতন দেওয়া হয়েছে বলে তিনি জানান। তারা দোকানে ঠিকমতো কাজ করে না ও বসে বসে মোবাইলে সময় নষ্ট করে।
এ বিষয়ে জানতে চাইলে মাইজদী শহর দোকান কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. মজনু জানান, কর্মচারীদের ছাঁটাই করা হয়েছে। এটা আমাকে তারা জানায়নি। নিয়ম আছে হঠাৎ করে ছাঁটাই করলে তিন মাসের বেতন দিতে হবে।