মাইক্রোসফট ওয়ার্ডে নতুন নিয়ম: ফাইল  কম্পিউটারে নয়, স্বয়ংক্রিয়ভাবে ক্লাউডে সেভ হবে

0
মাইক্রোসফট ওয়ার্ডে নতুন নিয়ম: ফাইল  কম্পিউটারে নয়, স্বয়ংক্রিয়ভাবে ক্লাউডে সেভ হবে

মাইক্রোসফট তাদের জনপ্রিয় সফটওয়্যার ওয়ার্ডে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। নতুন সংস্করণে যেকোনো ফাইল তৈরি করলে তা আর সরাসরি কম্পিউটারে সেভ হবে না, বরং স্বয়ংক্রিয়ভাবে ক্লাউড প্ল্যাটফর্মে (যেমন ওয়ানড্রাইভ বা অন্য অনলাইন সংরক্ষণ ব্যবস্থা) জমা হবে।

আগে ব্যবহারকারীরা নিজের ইচ্ছামতো কম্পিউটার বা ক্লাউডে ফাইল সেভ করতে পারতেন। তবে মাইক্রোসফটের দাবি, নতুন নিয়ম চালু হলে গুরুত্বপূর্ণ ফাইল হারানোর ভয় থাকবে না এবং স্মার্টফোনসহ যেকোনো ডিভাইস থেকে সহজেই ফাইল ব্যবহার করা যাবে।

এদিকে, অনেক ব্যবহারকারী এ পরিবর্তন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, যারা ওয়ানড্রাইভ বা অন্য কোনো ক্লাউড সেবা ব্যবহার করেন না, তাদের স্থানীয়ভাবে ফাইল সংরক্ষণে জটিলতা তৈরি হতে পারে।

মাইক্রোসফটের পণ্য ব্যবস্থাপক রাউল মুনোজ জানিয়েছেন, নতুন ফিচারে ফাইল তৈরি করলেই স্বয়ংক্রিয়ভাবে ক্লাউডে সেভ হবে। তবে চাইলে ব্যবহারকারীরা নিজেদের মতো করে ডিফল্ট ক্লাউড লোকেশন নির্ধারণ করতে পারবেন। আবার প্রয়োজনে পুরোপুরি বন্ধও করে দেওয়া যাবে এই সুবিধা।

নতুন ফিচারে ফাইলের নামকরণ পদ্ধতিতেও পরিবর্তন আসছে। ভবিষ্যতে ফাইল সেভ করার সময় স্বয়ংক্রিয়ভাবে তারিখ যুক্ত হয়ে যাবে।বর্তমানে পরীক্ষামূলকভাবে মাইক্রোসফট ৩৬৫ ইনসাইডার ব্যবহারকারীদের জন্য এই সুবিধা চালু করা হয়েছে। তবে ব্লগে অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন, প্রায়ই নতুন নিয়ম চাপিয়ে দেওয়ার কারণে ফাইল খুঁজে পাওয়া আগের চেয়ে বেশি ঝামেলার হয়ে দাঁড়ায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here