মাইক্রোসফটের বড় বিনিয়োগ পাচ্ছে ভারত

0
মাইক্রোসফটের বড় বিনিয়োগ পাচ্ছে ভারত

গুগলের পর এবার ভারতে বিপুল অঙ্কের বিনিয়োগ করছে আমেরিকার সফ্টঅয়্যার জায়ান্ট মাইক্রোসফট। বুধবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন মাইক্রোসফ্টের সিইও সত্য নাদেলা। এরপর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে প্রধান নির্বাহী সত্য নাডেলা এই ঘোষণা দেন। 

তিনি জানান, ভারতে এআই পরিকাঠামো গড়ে তুলতে ১৭ দশমিক ৫ বিলিয়ন আমেরিকান ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফ্ট।, যা এশিয়ার মধ্যে এখনও পর্যন্ত সর্বোচ্চ বিনিয়োগ।

বিশ্বের অনেক প্রযুক্তি কোম্পানিই ভারতে তাদের বাজার সম্প্রসারণের প্রতিযোগিতায় নেমেছে। দ্রুতগতিতে ডিজিটাল অবকাঠামোর বিস্তার হওয়ায় দেশটি এখন বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় বাজারগুলোর একটি। চলতি বছরের অক্টোবরে গুগল জানিয়েছিল, তারা আগামী পাঁচ বছরে ভারতে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

তিন দিনের ভারত সফরে থাকা নাদেলা নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা ছাড়াও বেঙ্গালুরু ও মুম্বাইয়ে অনুষ্ঠিত এআই-বিষয়ক কর্মসূচিতে অংশ নেবেন।সত্য নাদেলার সঙ্গে সাক্ষাতের পর মোদি এক্সে লিখেছেন, এআই নিয়ে বিশ্ব ভারতের ব্যাপারে আশাবাদী।

এক বিবৃতিতে মাইক্রোসফট জানায়, তারা ভারতে চলমান কার্যক্রম আরও বিস্তৃত করতে চায়। দেশটিতে তাদের সবচেয়ে বড় হাইপারস্কেল সুবিধা নিশ্চিত করতে একটি নতুন ডেটা সেন্টার ২০২৬ সালের মাঝামাঝি থেকে কার্যক্রম শুরু করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here