‘বরবাদ’-এর ব্যাপক সাফল্যের এবার নতুন সিনেমা ‘রাক্ষস’ নিয়ে আসছেন তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয়। সম্প্রতি এই সিনেমার ফার্স্ট লুক টিজার প্রকাশ্যে এসেছে। এদিন এফডিসিতে টিজার প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। সেখানে নিজের একটি ‘দুর্বলতা’র কথা তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে মাইক্রোফোন হাতে নিয়ে বাপ্পারাজ বলেন, আমি আসলে মাইকের সামনে বেশি কিছু বলতে পারি না, প্যাঁচ খেয়ে যাই। তারপরও বলতে চাই- হৃদয়, সুমি, আজিজ ভাই—আপনারা একটি চমৎকার টিম। ওনাদের একটি ছবিতে কিছুদিন আগে আমি কাজ করেছি, সেই অভিজ্ঞতা থেকেই বলছি তারা খুব গুছিয়ে কাজ করেন।
অভিনেতা সিয়াম আহমেদকে ‘ছোট ভাই’ সম্বোধন করে বলেন তিনি আরও বলেন, সিয়ামের সঙ্গে আমি কাজ করেছি। ও একাধারে একজন চমৎকার মানুষ এবং দারুণ একজন অভিনেতা।
‘রাক্ষস’ নিয়ে বাপ্পারাজ বলেন, নতুন ছবি ‘রাক্ষস’-এর জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল। আপনারা সবাই এই টিমের জন্য দোয়া করবেন এবং তাদের পাশে থাকবেন। কারণ, আপনাদের ভালোবাসা ও মূল্যায়ন আমাদের ভীষণ প্রয়োজন।
অনুষ্ঠানে সিয়াম আহমেদ জানান, ‘রাক্ষস’ সিনেমায় তার চরিত্রের জন্য দীর্ঘ ৯ মাস ধরে কঠোর পরিশ্রম ও তপস্যা করতে হয়েছে। সিনেমার উপজীব্য সম্পর্কে তিনি বলেন, ভালোবাসার জন্য একজন মানুষ কতটা ভায়োলেন্ট হয়ে উঠতে পারে, সেই গল্পই বলবে ‘রাক্ষস’।
ছবিতে সিয়ামের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ওপার বাংলার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। জানা গেছে, ‘রাক্ষস’ সিনেমার ক্যানভাস হবে বেশ বড়। শ্রীলঙ্কা ও মালয়েশিয়াতে হবে ছবির কিছু অংশের শুটিং।

