মহেশপুর সীমান্ত থেকে ৫ স্বর্ণের বার উদ্ধার

0

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার সীমান্তবর্তী মাটিলা গ্রামের আজিজুর রহমানের ড্রাগন বাগানের পাশ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করেছে ৫৮ বিজিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা।

একপর্যায়ে ওই লোকটি তার হাতে থাকা সবজি ভর্তি বাজারের ব্যাগটি রাস্তার উপর ফেলে ধানের জমির মধ্যে দিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। এরপর সেটি তল্লাশি চালিয়ে পাঁচটি স্বর্ণের বার দেখতে পাওয়া যায়। স্বর্ণগুলোর ওজন ৫৮২.৪৪ গ্রাম (৪৯ ভরি ১৫ আনা ৪ পয়েন্ট), যার বাজার মূল্য ৪৯,৪৪,২২৫ টাকা। পরে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের ও উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো ট্রেজারি অফিসে জমা দেয়ার জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here