ঝিনাইদহের মহেশপুর সীমান্ত অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় নারী-পুরুষ ও শিশুসহ ২৪ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। গেল মঙ্গলবার-বুধবার ভোর রাত পর্যন্ত ভারত সীমান্তবর্তী এলাকা ঝিনাইদহের মহেশপুর বাঘাডাঙ্গা, পলিয়ানপুর, খোসালপুর ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছে ৬ জন নারী, ১৩ জন পুরুষ ও ৫ জন শিশু রয়েছে।
বুধবার দুপুরে বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে এসব এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে থেকে প্রবেশ করে তারা। এসময় বিজিবি অভিযান চালিয়ে তাদেরও আটক করে। আটককৃতরা সবাই বাংলাদেশের বিভিন্ন জেলার নাগরিক। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে মহেশপুর থানায় ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।