ঝিনাইদহে বিদ্যুতের লাইন টানার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অভি (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের কুল্লাহ গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। মৃত অভি মহেশপুর উপজেলার সীমান্ত বর্তী নেপা ইউনিয়নের কুল্লাহ গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম মৃধা জানান, নিজেদের ফুলক্ষেতে বিদ্যুতের লাইন টানতে গিয়েই কিশোরের মৃত্যু হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেন মহেশপুর থানা ওসি মাহবুবুর রহমান।