মহেশখালীতে জমি বিরোধের জেরে যুবককে হত্যা

0
মহেশখালীতে জমি বিরোধের জেরে যুবককে হত্যা

কক্সবাজারের মহেশখালীতে আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম শাহাদাত হোসেন দোয়েল (৪২)। তিনি মোহাম্মদ শাহঘোনা এলাকার বাসিন্দা ফজল হকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে শাহাদাত হোসেনের সঙ্গে এলাকার সাদ্দাম হোসেন নামের এক ব্যক্তির জমি এবং আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। রবিবার বিকেলে সাদ্দাম হোসেনের সঙ্গে শাহাদাতের বড় ভাই লোকমান হোসেনের কথাকাটাকাটি হয়। এই ঘটনা নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে, রাতের দিকে সাদ্দাম ও তার সহযোগীরা শাহাদাতের ওপর হামলা চালায়। একপর্যায়ে সাদ্দাম হোসেন শাহাদাত হোসেনকে গুলি করে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহাদাতের বড় ভাই লোকমান হোসেন অভিযোগ করেছেন, সাদ্দাম হোসেন এবং স্থানীয় ‘তারেক বাহিনীর’ সদস্যরা এই হত্যাকাণ্ডে জড়িত। সাদ্দাম হোসেন ওই বাহিনীর নেতা এবং নিহত দোয়েলের ভাতিজা।

পুলিশ জানায়, নিহত শাহাদাত হোসেন দোয়েল সম্পর্কে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে অভিযুক্ত। তার বিরুদ্ধে হত্যা, অপহরণসহ মোট ৮টি মামলা রয়েছে। অন্যদিকে, সাদ্দামও একই ধরনের ৪টি মামলার আসামি। হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, ‘আধিপত্য বিস্তার এবং জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা ছিল। গত রাতে জমিতে পানি চলাচলের বিষয় নিয়ে সাদ্দাম হোসেন ও তার সহযোগীদের গুলিতে শাহাদাত হোসেন দোয়েল নিহত হয়েছেন। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে এলাকায় অভিযান চালাচ্ছি। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here