কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ী থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও একটি কিরিচসহ নাছির উদ্দিন (৩৩) নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার নাছির উদ্দিন ওরফে নাছির ডাকাত মাতারবাড়ি মাইজপাড়ার আবু ছৈয়দের ছেলে।
বৃহস্পতিবার (১ জুন) সকালে মাতারবাড়ি ইউনিয়নের রাঙ্গা খালি মইন্নার ঘোনার খামারবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহেখালীর মাতারবাড়ি ক্যাম্প পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইমরান হোসেন।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, পুলিশ আক্রান্ত মামলাসহ পাঁচটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। তাকে গ্রেফতারের পর এলাকায় স্বস্তি নেমে এসেছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।