ঈদে মানুষকে স্বস্তিতে বাড়ি ফিরাতে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার আশুগঞ্জ রেল গেইট এলাকায় মহাসড়কে ট্রাক ও বাস দাঁড় করিয়ে রেখে যানজট সৃষ্টি করায় বিভিন্ন পরিবহন চালকদের এ জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট শ্যামল চন্দ্র বসাক। এসময় আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আহমেদ, ট্রাফিক পরিদর্শক অচ্যুত। রেল গেইট ছাড়াও ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের গোলচত্বর, সোনারমপুরসহ বিভিন্ন এলাকায় যানজট নিরসনে কাজ করেন। আইন ভঙ্গ করে যারা যানজট সৃষ্টি করছেন তাদের বিররুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হচ্ছে।
আশুগঞ্জ উপজেলা নিবার্হী শ্যামল চন্দ্র বসাক জানান, ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের বিভিন্ন স্থানে যানজট নিরসনের জন্য আমরা কাজ করছি। এই উদ্যোগ ঈদের পরও অব্যাহত থাকবে।