মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজধানীর পুরাতন বিমানবন্দর (তেজগাঁও) এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের ছয়টি গান থেকে একযোগে ৩১ বার তোপধ্বনি প্রদান করা হয়। এর মধ্য দিয়ে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা হয়।
এই গান স্যালুটের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং মহান মুক্তিযুদ্ধে তাঁদের আত্মত্যাগের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করা হয়।
উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারও সারাদেশে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করছে স্বাধীনতা অর্জনে আত্মোৎসর্গকারী বীর শহীদদের।

