মহাকাশ থেকে তোলা ছবিতেও ঝলমল করছে পবিত্র কাবা, মুগ্ধ নেট দুনিয়া

0
মহাকাশ থেকে তোলা ছবিতেও ঝলমল করছে পবিত্র কাবা, মুগ্ধ নেট দুনিয়া

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারী ডন পেটিটের মহাকাশ থেকে তোলা একটি চমকপ্রদ ছবি ইন্টারনেটে আলোড়ন সৃষ্টি করেছে। রাতের বেলা পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার উঁচুতে মহাকাশের কক্ষপথ (অরবিট) থেকে তোলা এই ছবিতে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীকে দেখা যাচ্ছে ঝলমল করতে।

ছবিটিতে ঝলমলে মক্কা নগরের বুকে একটি উজ্জ্বল সাদা আলোর গোলক স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে। নভোচারী ডন পেটিট তার এক্স অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করে নিশ্চিত করেছেন যে, মাঝখানের এই উজ্জ্বল ছোট্ট এলাকাটিই হলো ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান পবিত্র কাবা শরিফ। যা মহাকাশ থেকেও দৃশ্যমান হচ্ছে।

গত ২ ডিসেম্বর ছবিটি পোস্ট করার পর থেকেই এর জাদুকরী দৃশ্য মানুষের মন জয় করে নিয়েছে। ছবিতে মক্কা নগরের বিস্তীর্ণ অঞ্চল দেখা যাচ্ছে, যেখানে পাহাড়ি উপত্যকায় অবস্থিত মক্কার কেন্দ্রে রয়েছে গ্র্যান্ড মসজিদ বা মসজিদুল হারাম। লাখ লাখ এলইডি এবং সোডিয়াম লাইটের কারণে রাতের বেলা মহাকাশ থেকে মক্কা নগরীটিকে এক ঝলমলে দৃশ্যে দেখা যায়।

এই ‘দিব্য আলো’র দৃশ্য দেখে ইন্টারনেট ব্যবহারকারীরা গভীর মুগ্ধতা প্রকাশ করেছেন। অনেকে মন্তব্য করেছেন যে, মহাকাশ থেকে কাবার আলো একেবারেই আলাদা, যেন রাতের বেলা পৃথিবীর নিজস্ব চিরন্তন আলোয় তার আত্মা জ্বলজ্বল করছে। এই অভাবনীয় দৃশ্যটি সবাইকে দেখার সুযোগ করে দেওয়ায় অনেকে নভোচারী ডন পেটিটকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

পেটিট একজন দক্ষ অ্যাস্ট্রো ফটোগ্রাফার এবং রসায়ন প্রকৌশলী হিসেবে পরিচিত। মহাকাশ থেকে ছবি তোলার প্রযুক্তিগত চ্যালেঞ্জকে শৈল্পিক রূপ দেওয়ার জন্য তাঁর জগৎজোড়া খ্যাতি রয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here