মহাকাশে গোয়েন্দা উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণের দাবি করেছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিন্দা উপেক্ষা করে এটি উৎক্ষেপণ করেছে পিয়ংইয়ং।
মঙ্গলবার এই গোয়েন্দা স্যাটেলাইট মোতায়েন করা হয়েছে বলে দাবি দেশটির।
অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগনের মুখপাত্র বলেছেন, মার্কিন সামরিক বাহিনী এখনো পর্যবেক্ষণ করছে উৎক্ষেপণ সফল হয়েছে কিনা।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা ৪২ মিনিটে মালিগিয়ং-১ নামের এই গোয়েন্দা উপগ্রহটি সঠিকভাবে মহাকাশের পথে যাত্রা শুরু করে।
প্রতিবেদনে বলা হয়, উপগ্রহটির উৎক্ষেপণ প্রত্যাশিত সময়ের আগেই করা হয়েছে। এই উৎক্ষেপণ বুধবার শুরু হয়ে ৩০ নভেম্বর স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হওয়ার কথা ছিল।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পিয়ংইয়ংকে উপগ্রহ উৎক্ষেপণে নিষেধাজ্ঞা দিয়েছে। তারা মনে করেন, উপগ্রহ উৎক্ষেপণের অজুহাতে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি পরীক্ষা চালাবে উত্তর কোরিয়া।
চলতি বছরে এর আগে দুইবার একই ধরনের স্যাটেলাইন উৎক্ষেপণে ব্যর্থ হয় পিয়ংইয়ং। সূত্র: সিএনএন, আল জাজিরা, এপি, রয়টার্স