মহাকাশেই যোগ ব্যায়াম করলেন আমিরাতের মহাকাশচারী

0

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেই যোগ ব্যায়াম করলেন সংযুক্ত আরব আমিরাতে মহাকাশচারী সুলতান আলনেয়াদি।

তিনি এই ছবি নিজের টুইটারে শেয়ার করেছেন। তার মতে, যোগ কেবল শরীর নয় মনও চাঙা করে।

২১ জুন বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। এই উপলক্ষ্যেই মূলত মহাকাশে যোগ আসনে ধ্যানী মতোর পোজ দেন মহাকাশচারী সুলতান।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here