মহড়ায় তাইয়ানকে অবরুদ্ধ করে ফেলেছে চীন

0

সামরিক মহড়ার তৃতীয় দিনে তাইওয়ানকে অবরুদ্ধ করে ফেলেছে চীন। তাইওয়ান জানিয়েছে, তারা পূর্বাঞ্চলে চীনা বিমান সনাক্ত করেছে। এদিকে চীন বিমানবাহী জাহাজও যুক্ত করেছে তাদের মহড়ায়।  

তাইওয়ানের প্রেসিডেন্টের সাই ইয়ং-ওয়েনের যুক্তরাষ্ট্র সফর কেন্দ্র করে শনিবার থেকে তাইয়ানকে ঘিরে মহড়া শুরু করে বেইজিং। ওই সফরে ক্যালিফোর্নিয়ায় মার্কিন হাউজ অব রিপ্রেজন্টেটিভের স্পিকার কেভিন ম্যাকার্থির সাথে বৈঠক করেছেন তিনি।

সোমবার তাইওয়ান জানিয়েছে, তারা ৭০টি যুদ্ধ বিমান ও ১১ টি যুদ্ধ জাহাজ তাদের আশপাশের এলাকায় শনাক্ত করেছে।

চীনের সামরিক বাহিনীও সোমবার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তাদের বিমানবাহী রণতরী এই মহড়ায় অংশ নিয়েছে। জাহাজে বিস্ফোরক বোঝাই বেশ কিছু বিমানও রয়েছে। 

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here