মস্কোতে ফের ড্রোন হামলা

0

রাশিয়ার রাজধানী মস্কোতে ফের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। রাতের আধারে শহরটির একটি আকাশচুম্বী ভবনে ড্রোন হামলা চালানে হয়।

দুইদিন আগেও মস্কোতে ড্রোন হামলার ঘটনা ঘটেছিল এবং সেসময়ও হামলাকারী ড্রোন মস্কোর ওই একই ভবনে আঘাত হানে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার রাজধানী মস্কোর একটি আকাশচুম্বী ভবনে গত দুই দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন।

তিনি বলেছেন, রাতের আঁধারে বেশ কয়েকটি ড্রোন গুলি করে নামানো হয়েছে। তবে একটি ড্রোন মস্কভা সিটি কমপ্লেক্সের একই টাওয়ারে আঘাত হানে। গত রবিবারও এই একই ভবনটি ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।

জানা গেছে, ড্রোন হামলার পর ভবনটির কাচের সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হামলায় কেউ আঘাত পেয়েছেন কিনা তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট নয় বা কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সর্বশেষ এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে। তবে কিয়েভ সাধারণত এই ধরনের হামলার বিষয়ে কোনও মন্তব্য করে না। সূত্র: দ্য গার্ডিয়ানবিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here