মস্কোতে চিরনিদ্রায় শায়িত নাভালনি

0

রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুর ঠিক দুই সপ্তাহ পর শুক্রবার তাকে মস্কোর একটি সমাধিস্থলে দাফন করা হয়েছে।

বরিসোভস্কি সমাধিতে কফিনের চারপাশে স্বজনরা জড়ো হন। ভিড় থেকে কেউ একজন চিৎকার করে বলেন ‘লয়োহা বাই (ভাল করে ঘুমাও প্রিয়)।
 লায়োহা নাভালনির ডাকনাম। ভিড়ের মধ্যে অন্যরা স্লোগান দিচ্ছিল, ‘আসুন আমরা বিদায় জানাতে ভেতরে ঢুকি’ ।

এদিকে রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির শেষকৃত্যে অন্তত একজনকে গ্রেফতারের খবর পাওয়া গেছে। ব্রেটিয়েভস্কিতে কয়েকশ মিটার দীর্ঘ লাইন তৈরি হয় বলে শুক্রবার জানিয়েছে পর্যবেক্ষক গোষ্ঠী ওভিডি-ইনফো।

ওভিডি-ইনফো জানিয়েছে, শেষকৃত্যে অংশ নিতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে আরও ২২ জনকে আটক করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here